শ্রমিক কল্যাণ তহবিলে চার কোম্পানির লভ্যাংশ জমা

নিজস্ব প্রতিবেদক

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ৭ কোটি ৩ লাখ টাকা লভ্যাংশ জমা দিয়েছে চারটি কোম্পানি। লভ্যাংশ জমাদানকারী কোম্পানি চারটি হলো কাজী ফার্মস লিমিটেড, ফার্মাসিউটিক্যালস কোম্পানি রেনাটা লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড ও ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড। সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহীর সঙ্গে গতকাল কোম্পানি চারটির প্রতিনিধিরা সাক্ষাৎ করে নিজ নিজ কোম্পানির পক্ষে তাদের গত অর্থবছরের লভ্যাংশের চেক হস্তান্তর করেন।

কাজী ফার্মস লিমিটেডের চিফ অ্যাডভাইজার কাজী রিয়াজুল হকের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল কাজী ফার্মস ও কাজী মিডিয়া লিমিটেডের লভ্যাংশ মোট ১ কোটি ৪৬ লাখ ৯৪ হাজার ৮৭২ টাকার চেক, রেনাটা লিমিটেডের পক্ষে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোস্তফা আলীম আওলাদ তাদের কোম্পানির লভ্যাংশ ৩ কোটি ৬ লাখ ১৩ হাজার ৩৪১ টাকার চেক, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির পক্ষে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. আজম আলী ১ কোটি ৬০ লাখ ৫ হাজার ৩৯৭ টাকার চেক এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের পক্ষে সিনিয়র মহাব্যবস্থাপক মো. ছামিউল ইসলাম তাদের লভ্যাংশ ৯০ লাখ ১৮ হাজার ৭৯০ টাকার চেক হস্তান্তর করেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দিন, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মহিদুর রহমান, কাজী ফার্মস লিমিটেডের পরিচালক কাজী জাহিন হাসান, রেনাটা লিমিটেডের সিনিয়র ম্যানেজার স্বপন কুমার সেনগুপ্ত, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির কোম্পানি সচিব মো. আব্দুস সালাম খান এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের সিনিয়র মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুর রহমান ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া উপস্থিত ছিলেন।

এ পর্যন্ত তহবিলে জমার পরিমাণ ৮৪৬ কোটি টাকা। দেশী-বিদেশী এবং বহুজাতিক মিলিয়ে ৩৩৭টি কোম্পানি শ্রম আইন অনুযায়ী বছর শেষে লাভের ৫ ভাগের এক-দশমাংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে নিয়মিত জমা দিচ্ছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন