ভারি বর্ষণে ক্ষতির মুখে চীনের গম উৎপাদন

বণিক বার্তা ডেস্ক

গম উৎপাদনে বিশ্বে শীর্ষে রয়েছে চীন। এরপর ভারত ও রাশিয়ায় এ ফসলের উৎপাদন হয়ে থাকে। এ তিন দেশের সরবরাহের ওপরই বৈশ্বিক বাজার নির্ভরশীল। তবে ভারি বর্ষণের কারণে বর্তমানে চীনের গম উৎপাদন হার ও মান হুমকির মুখে। বিশেষ করে চীনের সেন্ট্রাল হেনান প্রদেশে এর প্রভাবে গমের দাম বাড়ছে। খবর রয়টার্স।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও স্থানীয় সরবরাহকারীদের তথ্যানুযায়ী, বৃষ্টির কারণে অনেক গমের অঙ্কুর বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি ব্লাইট রোগে আক্রান্ত হওয়ার ঘটনাও ঘটছে। গত বছরের মতো চলতি বছরেও রেকর্ড পরিমাণ গম উৎপাদনের বিষয়ে আশাবাদী চীনের কৃষক থেকে শুরু করে সংশ্লিষ্টরা। মূলত আমদানি বাড়ার কারণে দামও বেড়েছে। এছাড়া পশুখাদ্য হিসেবে গমের ব্যবহারও উল্লেখযোগ্য হারে বেড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ভারি বর্ষণের কারণে গম খেত পানির নিচে ডুবে আছে। এছাড়া গমের কালো দানাও দেখা গেছে, যা ব্লাইট রোগের সংক্রমণের চিত্র বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন