আইপিওতে ১০% শেয়ার ছাড়তে চায় বাংলালিংক

নিজস্ব প্রতিবেদক

ফিক্সড প্রাইস পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসতে চায় দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম অপারেটর বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড। কোম্পানিটি তাদের পরিশোধিত মূলধনের ১০ শতাংশ ছাড়তে আগ্রহ প্রকাশ করেছে। গতকাল কোম্পানিটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল এ বিষয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সঙ্গে বৈঠক করেছে।

বৈঠকে বাংলালিংকের মূল কোম্পানি ভিওনের গ্রুপ সিইও কান তেরজিওগলু, কোম্পানি সচিব ও প্রধান আইন কর্মকর্তা জাহরাত আদিব চৌধুরী ও প্রধান অর্থ কর্মকর্তা চেম ভেলিপাসাওগ্লু উপস্থিত ছিলেন। 

বিএসইসির সংশ্লিষ্ট সূত্র জানায়, ১০ টাকা অভিহিত মূল্য বা ফেস ভ্যালুতে আইপিওতে কোম্পানিটির পরিশোধিত মূলধনের ১০ শতাংশ শেয়ার বিক্রি করতে আগ্রহ দেখিয়েছে। বর্তমানে বাংলালিংকের পরিশোধিত মূলধন ৮ হাজার ৪০০ কোটি টাকা।

সিকিউরিটিজ আইন অনুযায়ী, কোনো কোম্পানির পরিশোধিত মূলধন ১৫০ কোটি টাকার বেশি হলে আইপিওতে পরিশোধিত মূলধনের ন্যূনতম ১০ শতাংশ শেয়ার ছাড়তে হয়। সেই হিসাবে আইপিও-পরবর্তী পরিশোধিত মূলধনের ১০ শতাংশ শেয়ার বাজারে ছাড়তে হলে কোম্পানিটিকে ৯০০ কোটি টাকার বেশি শেয়ার বিক্রি করতে হবে।

বিদ্যমান নিয়ম অনুযায়ী, কোনো কোম্পানি শেয়ারবাজারে আইপিওতে আসতে চাইলে ওই কোম্পানিকে আইপিও আবেদনের আগের বছর মুনাফায় থাকতে হয়। সর্বশেষ সমাপ্ত হিসাব বছরে বাংলালিংক মুনাফা করেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন