যুক্তরাষ্ট্রে টেসলার মডেল ওয়াই ‘সোল্ড আউট’

বণিক বার্তা অনলাইন

ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রে চলতি প্রান্তিকের মডেল ওয়াই বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) সোল্ড আউট হয়ে গেছে। এপ্রিলের আগে আপাতত নতুন গাড়ি সরবরাহ করতে পারছে না টেসলা। বিষয়সংশ্লিষ্ট সূত্রের বরাতে বুধবার এ তথ্য জানায় ইলেকট্রেক। খবর রয়টার্স।

গত জানুয়ারিতে টেসলা ২০ শতাংশ মূল্যহ্রাসের ঘোষণা দিয়েছিল। এতে যুক্তরাষ্ট্রের বাজারে মডেল ওয়াই গাড়ির দাম ৬৫ হাজার ৯৯০ ডলার থেকে নেমে আসে ৫২ হাজার ৯৯০ ডলারে।

বর্তমানে যারা মডেল ওয়াই কিনতে চাচ্ছে তাদের সম্ভাব্য ডেলিভারির সময় দেয়া হচ্ছে এপ্রিল-জুন প্রান্তিক। বিপরীতে মডেল এস ক্রেতারা ফেব্রুয়ারি-মার্চেই ডেলিভারির নিশ্চয়তা পাচ্ছেন।  স্পষ্টত, চলতি প্রান্তিকে বিক্রয়যোগ্য সব মডেল ওয়াই ইভি সোল্ড আউট বা বিক্রি হয়ে গেছে।

গত মাসে জার্মানিতেও মডেল ওয়াই সরবরাহের সময়সীমা পিছিয়ে ফেব্রুয়ারি-মার্চ নির্ধারণ করেছিল টেসলা।

এদিকে মডেল ওয়াইয়ের চাহিদা সামনে রেখে চলতি মাসে গাড়ির দাম ১ হাজার ডলার বাড়ানোর ঘোষণা দিয়েছে ইলোন মাস্ক প্রতিষ্ঠিত কোম্পানিটি। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন