কারণ ছাড়াই দর বাড়ছে দুই কোম্পানির

নিজস্ব প্রতিবেদক

সাম্প্রতিক সময়ের অস্বাভাবিক লেনদেন শেয়ারদর বাড়ার পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন হাউজিং লিমিটেড ফারইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। ডিএসইর চিঠির জবাবে গতকাল পৃথকভাবে তথ্য জানিয়েছে কোম্পানি দুটি।

ইস্টার্ন হাউজিং: চলতি বছরের ১০ আগস্টের পর থেকেই ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী রয়েছে। এদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ৫৬ টাকা ৮০ পয়সা। সেখান থেকে বেড়ে গত রোববার কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৮০ টাকা ১০ পয়সায়। সে হিসাবে আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৩ টাকা ৩০ পয়সা বা ৪১ দশমিক শূন্য শতাংশ। অবশ্য গতকাল শেয়ারদর কমেছে ৫০ পয়সা।

ফারইস্ট নিটিং: চলতি বছরের ২১ আগস্টের পর থেকেই ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী রয়েছে। এদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ১৮ টাকা ৯০ পয়সা। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর বেড়ে ২৪ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে।  সে হিসাবে আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে টাকা ৬০ পয়সা বা ২৯ দশমিক ৬৩ শতাংশ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন