ওয়েস্ট ইন্ডিজে টি২০ সিরিজ জিততে চান মাহমুদউল্লাহ

ক্রীড়া প্রতিবেদক

সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে গতকাল রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় শেষ টেস্ট শুরু হয়েছে। অ্যান্টিগায় প্রথম ম্যাচ উইকেটে হেরেছে বাংলাদেশ। তাই সেন্ট লুসিয়ায় জিততে মরিয়া সাকিব আল হাসানের দল। টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের টি২০ সিরিজে মুখোমুখি হবে দুই দল। সিরিজটি খেলতে গতকাল সকালে ওয়েস্ট ইন্ডিজ রওনা হয়ে গেছেন অধিনায়ক মাহমুদউল্লাহসহ টি২০ দলের কয়েকজন ক্রিকেটার। যাওয়ার আগে বিমানবন্দরে মাহমুদউল্লাহ বলে গেছেন, তাদের লক্ষ্য সিরিজ জয়।

গতকাল সকালে রওনা হন মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নাসুম আহমেদ, মেহেদী হাসান মুনিম শাহরিয়ার। ঢাকা থেকে মাহমুদউল্লাহদের বহনকারী বিমান সিলেট হয়ে যায় যুক্তরাজ্য। সেখান থেকে সরাসরি ওয়েস্ট ইন্ডিজ। গতকাল সন্ধ্যায় পেস বোলার তাসকিন আহমেদও ওয়েস্ট ইন্ডিজ রওনা হন।

২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে টি২০ সিরিজ জিতেছিল বাংলাদেশ। সেই সাফল্য থেকে অনুপ্রেরণা নেয়ার কথা জানিয়ে গেলেন মাহমুদউল্লাহ। বিমানবন্দরে তিনি বলেছেন, বাংলাদেশের টার্গেট সিরিজ জয়। ইনশা আল্লাহ, আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব। আর মুহূর্তে আমাদের দলের ভারসাম্য খুব ভালো আছে। এটা ভালো একটা সিরিজ হবে।

দুবারের সাবেক বিশ্বচ্যাম্পিয়ন টি২০ ক্রিকেটের বিপজ্জনক দল ওয়েস্ট ইন্ডিজকে সমীহ করলেও নিজেরা ভালো খেলতে আশাবাদী মাহমুদউল্লাহ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন