টুইটার কর্মীদের সঙ্গে প্রথম বৈঠক

কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত ইলোন মাস্কের

বণিক বার্তা ডেস্ক

টুইটার কর্মীদের সঙ্গে সম্প্রতি এক বৈঠক করেছেন টেসলা স্পেসএক্স প্রধান ইলোন মাস্ক। মুক্তবাকের শক্তিশালী প্লাটফর্ম করা থেকে শুরু করে মহাকাশ, এলিয়েনসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন বিলিয়নেয়ার। তবে ছাঁটাইয়ের ইঙ্গিত মাইক্রোব্লগিং প্লাটফর্মটির কর্মীদের উদ্বেগের কারণ হতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। খবর বিবিসি।

প্রথমবারের মতো টুইটারের সব কর্মীর সঙ্গে আয়োজিত সভায় বসেন ইলোন মাস্ক। এতে বাসা থেকে কাজ, বাক্স্বাধীনতা এবং মহাকাশে প্রাণের সম্ভাব্য অস্তিত্ব নিয়েও তার ধারণা প্রকাশ করেন।

বৃহস্পতিবার টুইটার কর্মীদের সঙ্গে এক ভিডিও কলে মাস্ক বলেন, টুইটারে সম্ভাব্য ছাঁটাইয়ের বিষয়টি কোম্পানির আর্থিক পরিস্থিতির ওপর নির্ভর করবে। তিনি বলেন, কোম্পানিকে ভালোভাবে টিকে থাকতে হবে। মুহূর্তে আয়ের চেয়ে খরচ অনেক বেশি।

তবে যারা কোম্পানিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাদের নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলে জানান মাস্ক।

টেসলাপ্রধান বলেন, যদি না কারো জন্য বিশেষ কারণে ব্যতিক্রম করার প্রয়োজন হয়, বাসা থেকে কাজের বদলে অফিসে এসে কাজ করাকেই সমর্থন করবেন তিনি।

হাজার ৩০০ কোটি ডলারে টুইটার অধিগ্রহণের ঘোষণার পর দুই মাস ধরে উভয় পক্ষের মধ্যে টানাপড়েন চলছে। স্প্যাম ভুয়া অ্যাকাউন্টের সঠিক উপাত্ত শেয়ার করা না হলে চুক্তি থেকে বেরিয়ে আসার হুমকি দেন তিনি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন