চার ব্যাংকের পর্ষদ সভা আজ

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত চার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা আজ অনুষ্ঠিত হবে। ব্যাংক চারটি হলো এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড বা এক্সিম ব্যাংক, যমুনা ব্যাংক লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড পূবালী ব্যাংক লিমিটেড। সভায় চলতি ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ পর্যালোচনা করবে ব্যাংকগুলো। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

এক্সিম ব্যাংক: ব্যাংকের পর্ষদ সভা আজ বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ।

প্রিমিয়ার ব্যাংক: ব্যাংকটির পর্ষদ সভা আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। এর আগে গত ২৮ মার্চ অনুষ্ঠিত পর্ষদ সভা থেকে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট সাড়ে ২২ শতাংশ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ। এর মধ্যে সাড়ে ১২ শতাংশ নগদ ১০ শতাংশ স্টক বা বোনাস লভ্যাংশ।

পূবালী ব্যাংক: ৩১ মার্চ সমাপ্ত চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ অন্যান্য এজেন্ডা নিয়ে আলোচনা করার জন্য আজ বিকাল ৪টায় পর্ষদ সভা আহ্বান করেছে ব্যাংকটি।

যমুনা ব্যাংক: ব্যাংকটির পর্ষদ সভা আজ বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবে। এতে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা প্রকাশ করা হবে। এর আগে ৩০ মার্চ অনুষ্ঠিত পর্ষদ সভা থেকে ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের সাড়ে ১৭ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সুপারিশ করে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য এজেন্ডা পর্যালোচনা অনুমোদনের জন্য আগামী ১৪ জুন এজিএম অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন