সোনালী পেপারের আয় ও মুনাফায় প্রবৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক

চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) ভালো ব্যবসা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় সময়ে কোম্পানিটির আয় বেড়েছে প্রায় ৪৭ শতাংশ। আর কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে প্রায় সাত গুণ। কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। গতকাল বিকালে অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় প্রতিবেদন অনুমোদন করা হয়।

আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথমার্ধে তালিকাভুক্ত পেপার খাতের কোম্পানিটির আয় হয়েছে প্রায় ১০০ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ৬৭ কোটি ৬৩ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে প্রায় ৩২ কোটি টাকা বা ৪৬ দশমিক ৮৭ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৫ কোটি ৬৪ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল প্রায় কোটি টাকা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন