অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে নাদাল

ক্রীড়া ডেস্ক

ইতালির ম্যাত্তেও বেরেত্তিনকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের ফাইনালে উঠেছেন রাফায়েল নাদাল। ক্যারিয়ারের ২১তম গ্র্যান্ড স্লাম শিরোপা থেকে এখন একটি জয়ের দূরত্বে এই স্প্যানিশ তারকা। মেলবোর্নের রড ল্যাভের অ্যারেনায় অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে আজ বেরেত্তিনকে ৬-৩, ৬-২, ৪-৬, ৩-৬, ৬-৩ গেমে হারান ষষ্ঠ বাছাই নাদাল। দিনের দ্বিতীয় সেমিফাইনালে স্টেফানো সিসিপাস ও দানিল মেদভেদেভের ম্যাচে যে জিতবেন, রোববার ফাইনালে তার মুখোমুখি হবেন নাদাল।

২০ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন নাদাল ২০০৯ সালে একবারই জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন। মেলবোর্নে নয়বারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ আর ২০ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন রজার ফেদেরার না থাকায় এবার তার শিরোপা জয়ের সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। অস্ট্রেলিয়ার ওপেনের শিরোপা জিততে পারলে টেনিস ইতিহাসে সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড গড়বেন নাদাল। ফেদেরার. নাদাল ও জোকোভিচ তিনজনই ২০ বারের গ্র্যান্ড স্লামজয়ী। নাদালের সামনে সুযোগ থাকছে অন্যদের ছাড়িয়ে যাওয়ার।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন