পাঁচ কোম্পানির পর্ষদ সভার তারিখ নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন খাতের পাঁচ কোম্পানির পরিচালনা পর্ষদের সভার তারিখ নির্ধারণ করা হয়েছে। সভায় কোম্পানিগুলো সমাপ্ত হিসাব বছর   প্রান্তিক প্রতিবেদন প্রকাশ করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে।

সিঙ্গার বাংলাদেশ: তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানিটির পর্ষদ সভা ২৫ জানুয়ারি বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা অনুমোদন করা হবে। পাশাপাশি সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।

সাভার রিফ্র্যাক্টরিজ: তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৩ জানুয়ারি বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি চলতি ২০২১-২২ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা অনুমোদন করা হবে।

মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড মেঘনা কনডেনসেড: মেঘনা গ্রুপের  তালিকাভুক্ত দুই কোম্পানির পর্ষদ সভা ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এর মধ্যে মেঘনা পেটের সভা হবে ওই দিন বেলা ৩টায়। আর মেঘনা কনডেনসেডের সভা বেলা ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে। এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি চলতি ২০২১-২২ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানি দুটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা অনুমোদন করা হবে।

মেঘনা পেট্রোলিয়াম: তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত কোম্পানিটির পর্ষদ ২০ জানুয়ারি বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি চলতি ২০২১-২২ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা অনুমোদন করা হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন