শেয়ার কিনবে বিএসআরএম স্টিলসের করপোরেট পরিচালক

নিজস্ব প্রতিবেদক

শেয়ার কেনার ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিএসআরএম স্টিলস লিমিটেডের অন্যতম করপোরেট পরিচালক এইচ আকবার আলী অ্যান্ড কোম্পানি লিমিটেড। বিদ্যমান বাজারদরে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মূল মার্কেটের মাধ্যমে মোট সাড়ে লাখ শেয়ার কিনবে প্রতিষ্ঠানটি। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে শেয়ার কেনা সম্পন্ন করবে তারা। স্টক এক্সচেঞ্জের মাধ্যমে গতকাল তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এর আগে গত ১৪ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে সাড়ে লাখ শেয়ার কেনার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। তারও আগে ডিসেম্বর সাড়ে ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন করার তথ্য জানায় তারা। দুই এক্সচেঞ্জের মাধ্যমে ওই সময় এসব শেয়ার কেনে প্রতিষ্ঠানটি।

২০০৯ সালে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৩৭৫ কোটি ৯৫ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে হাজার ৭৬১ কোটি লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৩৭ কোটি ৫৯ লাখ ৫২ হাজার ৫০০। এর মধ্যে ৭০ দশমিক ৫৭ শতাংশ উদ্যোক্তা-পরিচালক, ১৬ দশমিক ৮৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক ৩৯ শতাংশ বিদেশী বাকি ১২ দশমিক ১৭ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

ডিএসইতে গতকাল বিএসআরএম স্টিলসের শেয়ারের সর্বশেষ সমাপনী দর ছিল ৭১ টাকা ৫০ পয়সা। এদিন শেয়ারটির দর ৭১ টাকা ৪০ পয়সা থেকে ৭২ টাকা ৩০ পয়সার মধ্যে লেনদেন হয়। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৩৮ টাকা ৭০ পয়সা ৮২ টাকা ৫০ পয়সা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন