সানলাইফ ইন্স্যুরেন্সের এজিএমের সময়সূচিতে পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক

বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ সময় পরিবর্তন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। পূর্ব ঘোষণা অনুযায়ী, কোম্পানিটির এজিএম ২৩ ডিসেম্বর বেলা ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যা পরিবর্তন করে এখন ২৯ ডিসেম্বর বিকাল ৪টায় করা হয়েছে। এছাড়া এজিএম-সংক্রান্ত অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল তথ্য জানিয়েছে কোম্পানিটি।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির জীবন বীমা তহবিলের আকার ১২ কোটি ৫৬ লাখ ৩০ হাজার টাকা কমে ১৬৯ কোটি ৮৭ লাখ ৮০ হাজার টাকায় দাঁড়িয়েছে। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ১০ কোটি ২০ লাখ ৮০ হাজার টাকা কমে তহবিলের আকার ছিল ১৮১ কোটি ৯৩ লাখ ৭০ হাজার টাকা। চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) জীবন বীমা তহবিলের আকার কোটি ৫৫ লাখ ১০ হাজার টাকা কমেছে। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ৬১ লাখ ৩০ হাজার টাকা বেড়েছিল।

৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাব বছরের জন্য শতাংশ নগদ লভ্যাংশের ঘোষণা দিয়েছে সানলাইফ ইন্স্যুরেন্স। লভ্যাংশ নির্ধারণ-সংক্রান্ত রেকর্ড ডেট ডিসেম্বর। ২০১৯ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। তার আগের হিসাব বছরেও কোনো লভ্যাংশ পাননি কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। ২০১৭ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

ডিএসইতে গতকাল সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের সর্বশেষ সমাপনী দর ছিল যথাক্রমে ৩৪ টাকা ৯০ পয়সা। গত এক বছরে শেয়ারের দর ১৮ টাকা ৫০ পয়সা থেকে ৪৩ টাকা ৩০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন