দক্ষিণ আফ্রিকায় ওমিক্রনের প্রভাবে করোনার চতুর্থ ঢেউ ত্বরান্বিত

বণিক বার্তা অনলাইন

পৃথিবী জুড়ে আতঙ্ক ছড়ানো নভের করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন প্রথম ধরা পড়ে দক্ষিণ আফ্রিকায়। গত ২৪ নভেম্বর নতুন ধরন পাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

এরপর থেকেই বিশ্বের ৩০টিরও বেশি দেশে করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে। যেসব দেশের নাগরিকরা করোনা আক্রান্ত হয়েছেন প্রায় সবাই দক্ষিণ আফ্রিকা ভ্রমণ করেছেন বলে জানা গেছে। এ অবস্থায় সবচেয়ে বেশি আতঙ্কে আছে দেশটির নাগরিকরা। 

এরইমধ্যে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওমিক্রন শনাক্তের পর দেশটিতে করোনা আক্রান্ত শনাক্তের হার ব্যাপকভাবে বেড়ে গেছে। এক সপ্তাহে এই বৃদ্ধির হার ৩০০ শতাংশে পৌঁছেছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য সেবাখাতের কর্মকর্তারা। বার্তা সংস্থা এ এফ পি জানিয়েছে, নতুন ধরনের বিষয়ে বিশ্বকে সতর্ক বার্তা দেয়ার  এক সপ্তাহেই দক্ষিণ আফ্রিকার বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে।

আগের তিনটি ঢেউয়ের চেয়ে বেশি গতিতে কভিড-১৯ সংক্রমণ বাড়ছে। আক্রান্তদের মধ্যে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এরপরই রয়েছে তরুনরা, তাদের মাধ্যমে আক্রান্ত হচ্ছেন বয়স্ক ব্যক্তিরা। 

কিন্তু বিজ্ঞানী ও স্বাস্থ্যকর্মীরা বলছেন, তারা দেখতে পাচ্ছেন ৫বছরের কম বয়সী শিশুরা বেশি হাসপাতালে ভর্তি হচ্ছেন। যদিও শিশুদের মধ্যে ১০ থেকে ১৪ বছর বয়সীদের আক্রান্তের হার বেশি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন