কর্মীর কভিড শনাক্ত হওয়ায় চীনে স্কুল বন্ধ

বণিক বার্তা অনলাইন

প্রাইমারি স্কুলের এক কর্মীর নভেল করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ায় চীনে একশ’রও বেশি শিক্ষার্থীকে দীর্ঘ সময় স্কুলের ভেতরেই রেখে দেয়ার ঘটনা ঘটেছে। এসব শিক্ষার্থীর বয়স সাত থেকে ১২ বছরের মধ্যে। পরীক্ষা ও শিশুদের কোয়ারেন্টিনে পাঠানোর পরে স্কুলটি বন্ধ ঘোষণা করা হয়।

সোমবার চীনের বেইজিংয়ে স্কুলটির শিক্ষার্থীদের বের হতে না দেয়ায় দরজার বাইরে ভিড় করেন তাদের বাবা-মায়েরা। প্রবল উৎকণ্ঠা নিয়ে কভিড-১৯ পরীক্ষার ফলাফলের জন্য মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের।    

বিবিসি জানিয়েছে, কর্মীর কভিড-১৯ আক্রান্তের খবর পেয়ে স্কুলের সব শিক্ষার্থীর পরীক্ষা করা হয়। ফলাফল না আসা পর্যন্ত রাতভর তাদের স্কুলেই থাকতে বলা হয়। সোমবার রাত সাড়ে এগারোটার দিকে স্কুলটির প্রিন্সিপাল এসে অভিভাবকদের জানান যে, কিছু শিশুকে কোয়ারেন্টাইনে পাঠাতে হবে।  তিনি সেসব শিশুদের স্কুলে থাকতে বলেন। এজন্য তাদের প্রয়োজনীয় কাপড়-চোপড় ও কাঁথা-বালিশ দিয়ে যেতে অভিভাবকদের অনুরোধ করেন। কভিড-১৯ পরীক্ষার ফলাফল পাওয়ার পরে শিশুদের বাড়িতে পাঠিয়ে দেয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন। 

শিক্ষার্থীদের কতজন করোনাভাইরাসে আক্রান্ত তা জানা যায়নি। কিন্তু নিউ ট্যাং ডাইনাস্টি টেলিভিশনের এক খবরে বলা হয়েছে, ৩৫ জন শিক্ষার্থীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। 

স্কুলের সব শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মীদের কভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। সাময়িকভাবে বন্ধ রয়েছে স্কুলটি।    

প্রায় ২ বছর আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই শূন্য করোনা নীতি পালন করে আসছে চীন। সেজন্য বাড়তি পদক্ষেপও নিচ্ছে তারা। আগামী ফেব্রুয়ারি মাসে চীনের আয়োজনে শুরু হতে যাওয়া শীতকালীন অলিম্পিকের আগেই শূণ্য সংক্রমণে পৌঁছে যাওয়ার আশা দেশটির।

২০১৯ সালে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এরই মধ্যে চীনে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ১ লাখ ১০ হাজারের বেশি আর প্রাণ হারিয়েছে ৪ হাজারের বেশি। বিশ্বব্যাপী মোট করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৫০ লাখের বেশি মানুষ আর আক্রান্ত শনাক্ত হয়েছে ২৪ কোটি ৮৩ লাখের বেশি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন