ঝালকাঠি ও সিরাজগঞ্জে মা-ইলিশ ধরায় ৭ জেলের কারাদণ্ড

বণিক বার্তা প্রতিনিধি, ঝালকাঠি ও সিরাজগঞ্জ

ঝালকাঠির নলছিটিতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে সুগন্ধা নদীতে মা-ইলিশ মাছ ধরার অপরাধে মঙ্গলবার তিন জেলেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডিতরা হলেন কাঠিপাড়া গ্রামের লিটন চৌকিদার, সজিব মিয়া নলছিটি ফেরিঘাট এলাকার অনিল চন্দ্র মালো।

সুগন্ধা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে উপজেলা মত্স্য বিভাগ, স্থানীয় প্রশাসন থানা পুলিশের যৌথ টিম তাদের আটক করে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার আটক জেলেদের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অভিযানে উদ্ধার হওয়া ১২ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয় চার কেজি মা ইলিশ এতিমখানায় দেয়া হয়।

এদিকে সিরাজগঞ্জ যমুনা নদীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা-ইলিশ ধরার অপরাধে চার জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সিরাজগঞ্জ সদর উপজেলায় যমুনা নদীতে অভিযান চালিয়ে চার জেলেকে আটক করেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার পারভেজ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত চারজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সময় জব্দকৃত ১৪ কেজি ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয় ৪৮ হাজার মিটার অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন, সিরাজগঞ্জ সদরের সহকারী মত্স্য কর্মকর্তা মো. আমজাদ হোসেন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন