মাস্টার ফিডের আবেদন শুরু ১২ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক

এসএমই খাতে দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৮৪তম কমিশন সভায় মাস্টার ফিড এগ্রোটেক লিমিটেডকে কোয়ালিফায়েড ইনভেস্টর অফার বাই স্মল ক্যাপিটাল কোম্পানিজের (কিউআইও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমোদন দিয়েছে।  সেই লক্ষ্যে কোম্পানিটির শেয়ারে আবেদন গ্রহণ আগামী ১২ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং শেষ হবে ১৬ সেপ্টেম্বর। তথ্যমতে, মাস্টার ফিড এগ্রোটেক কিউআইওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যে কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে ১০ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ দিয়ে কার্যকরী মূলধন এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে। কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৮ পয়সা এবং পুনর্মূল্যায়ন সঞ্চিতি ছাড়া নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা পয়সা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন