সিরাজগঞ্জে যমুনার পানি বিপৎসীমার কাছাকাছি

বণিক বার্তা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। যমুনার পানি বিপৎসীমার  প্রায় কাছাকাছি চলে এসেছে।

এদিকে পানি বৃদ্ধির কারনে জেলার অভ্যন্তরীণ সব নদ-নদীর পানিও বাড়ছে। রোববার (২২ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার ও কাজীপুর মেঘাই ঘাট পয়েন্টে ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) শহর রক্ষা বাঁধ পয়েন্টের দায়িত্বে থাকা গেজ মিটার (পানি পরিমাপক) আব্দুল লতিফ ও কাজীপুর মেঘাই ঘাট পয়েন্টের দায়িত্বে থাকা গেজ মিটার (পানি পরিমাপক) ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে পানিবৃদ্ধির কারনে প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এতে পানিবন্দি হয়ে পড়েছেন হাজারও মানুষ। পানিতে গো-চারণ ভূমি তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন জেলার গো- খামারিরা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন