রোববার খুলছে রফতানিমুখী শিল্প-কলকারখানা

নিজস্ব প্রতিবেদক

আগামী আগস্ট থেকে রফতানিমুখী শিল্প-কলকারখানা খুলে দেওয়ার কথা জানানো হয়েছে আজ শুক্রবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রফতানিমুখী শিল্প খুলে দেওয়ার বিষয়ে জানানো হয় 

প্রজ্ঞাপনে বলা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী আগস্ট সকাল ৬টা থেকে রফতানিমুখী সকল শিল্প কল-কারখানা আরোপিত বিধি-নিষেধের আওতা বহির্ভূত রাখা হলো

এর আগে গতকাল বৃহস্পতিবার গার্মেন্টসসহ সব ধরনের শিল্প-কারখানা খুলে দিতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছিলেন ব্যবসায়ী নেতারা সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে বৈঠক করে তার মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট অনুরোধ জানান তারা

বৈঠকে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন, বিকেএমইএ সভাপতি কে এম সেলিম ওসমান এমপি, এক্সপোর্টার এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আব্দুস সালাম মুর্শেদী এমপি, বিজিএমইএ সভাপতি মো. ফারুক হাসান, ডিসিসিআই সভাপতি রিজওয়ান রহমান, এফবিসিসিআই সাবেক সহসভাপতি বিজিএমইএ সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান, বিটিএমএ ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক সহ অন্যান্য ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন এছাড়াও ওই বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম উপস্থিত ছিলেন

মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠকের পর এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন সরকারের কাছে আহ্বান জানিয়ে বলেন, কভিডজনিত বিধি-নিষেধের আওতায় সকল প্রকার শিল্প-কারখানা বন্ধ রাখায় অর্থনৈতিক কার্যক্রমের প্রাণশক্তি উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে ফলে সাপ্লাই চেইন (সরবরাহ ব্যবস্থা) সম্পূর্ণভাবে বিঘ্নিত হওয়ার উপক্রম এতে উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত সকলেই ক্ষতিগ্রস্থ হচ্ছেন আগামীতে পণ্য-সামগ্রী সঠিকভাবে সরবরাহ বাজারজাত না হলে পণ্যের মূল্য বৃদ্ধি পাবে এতে স্বল্প আয়ের ক্রেতারা ভোগান্তির শিকার হবেন পাশাপাশি রপ্তানি খাতের উৎপাদন ব্যবস্থা বন্ধ থাকলে সময়মত পরবর্তী রপ্তানি অর্ডার অনুযায়ী সাপ্লাই দেয়া সম্ভব হবে না এতে রপ্তানি অর্ডার বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন