বছিলা সেতু ভেঙে নতুন সেতুর পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক

বুড়িগঙ্গা  নদীর ওপর ২০০৯ সালে চালু হয় শহীদ বুদ্ধিজীবী সেতু বা বছিলা সেতু। পানির স্তর থেকে সেতুটির উচ্চতা কম। ফলে চালুর পর থেকেই সেতুটির কারণে বিঘ্নিত হচ্ছে নৌযান চলাচল। নৌযান চলাচলের সুবিধার্থে ১১ বছর পর এসে সেতুটি ভেঙে ফেলার পরিকল্পনা করছে সরকার। পুরোনো সেতুটি ভেঙে নির্মাণ করা হবে যথাযথ উচ্চতার নতুন সেতু। আজ বুধবার একনেক সভা শেষে এসব কথা জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।

প্রতিমন্ত্রী বলেন, ভুল পরিকল্পনার কারণে বুড়িগঙ্গা নদীতে নির্মিত শহীদ বুদ্ধিজীবী সেতু ভেঙে ফেলার চিন্তাভাবনা করা হচ্ছে। কারণ, ওই সেতুর নিচ দিয়ে নৌযান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।

এর আগে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেন, সারা দেশে উচ্চতা ঠিক রেখে সেতু বানাতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, যেকোনো জায়গায় সেতু বানানোর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) সমন্বয় করে কাজ করতে হবে। সারা দেশে সড়ক নির্মাণের সময় ইউলুপ, ওভারপাস ও আন্ডারপাস নির্মাণ করতে হবে। এ জন্য সওজকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন