ফকির আলমগীরের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক

কিংবদন্তি গণসংগীতশিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন   আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।

আইনমন্ত্রী আজ এক শোকবার্তায়  বলেন, মরহুম ফকির আলমগীর দেশের সব ঐতিহাসিক আন্দোলন সংগ্রামে গান গেয়ে সাধারণ মানুষকে উজ্জীবিত করেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশের গণসংগীত জগতে এক বিরাট শূন্যতা তেরি হলো, যা সহজে পূরণ হওয়ার নয়। গণসংগীত জগতে তাঁর অবদান বাংলাদেশের মানুষ চিরদিন স্মরণ  রাখবে। 

আইনমন্ত্রী, ফকির আলমগীরের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।    

উল্লেখ্য, গণসংগীতশিল্পী ফকির আলমগীর (৭১) গত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।করোনায় আক্রান্ত হয়ে তিনি চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন