‘ইকোসাইড’ আইন চায় সংসদীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক

জেনোসাইডের মতো ইকোসাইডকে অপরাধ হিসেবে গণ্য দেখতে চায় সংসদীয় কমিটি। পরিবেশ ধ্বংসের অপরাধকে দেশের প্রচলিত আইনের এখতিয়ারভুক্ত করতে বলেছে কমিটি। এক্ষেত্রে বিদ্যমান ফৌজদারি কার্যবিধিতে (সিআরপিসি) সংযোজন বা নতুন আইন করার কথাও উঠে এসেছে সংসদীয় কমিটির বৈঠকে। গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত জাতীয় সংসদের পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে বিষয়ে আলোচনা হয়।

সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে কমিটি সদস্য পরিবেশ, বন জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন, রেজাউল করিম বাবলু, খোদেজা নাসরিন আক্তার হোসেন শাহীন চাকলাদার বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেন, গণহত্যা যেমন অপরাধ, ইকোসিস্টেম ধ্বংস করাও সেই ধরনের একটি অপরাধ বলে আমরা মনে করি। কারণ ইকোসিস্টেম না থাকলে তো আমরা কেউই বাঁচতে পারব না। এজন্য প্রতিবেশের বিরুদ্ধে যে অপরাধগুলো হচ্ছে, সেটাকে আইনের আওতায় আনাই ইকোসাইডের মূল থিম। আমরা ইকোসাইডকে ক্রাইম হিসেবে দেশী আইনের এখতিয়ারভুক্ত করার কথা বলেছি। এক্ষেত্রে সিআরপিসিতে এটা অনুভুক্ত করা যায় কিনা বা নতুন কোনো আইন করা সম্ভব কিনা সেটা দেখতে বলেছি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন