৩০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে ডিবিএইচ

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ডেল্টা ব্রাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০০ কোটি টাকার  নন-কনভার্টেবল জিরো কুপন বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে।

তথ্য মতে, কোম্পানিটির পর্ষদ ৩০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে ফেসভ্যালুতে। বন্ডটি শুধুমাত্র প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। এই বন্ডের মেয়াদ হবে ৪ বছর।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেলে বন্ড ইস্যু করতে পারবে ডিবিএইচ।

চলতি ২০২১ হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির নিট সুদ আয় হয়েছে ৫৫ কোটি টাকা। যেখানে এর আগের বছরের একই সময়ে নিট আয় হয়েছিল ৪৫ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩১ কোটি টাকা। যেখানে এর আগের বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ২৫ কোটি টাকা। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১ পয়সা, যা এর আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৬৮ পয়সা। এ বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৩ টাকা ৭৪ পয়সায়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন