রাষ্ট্রীয় এয়ারলাইনস বিক্রি করছে দক্ষিণ আফ্রিকা

বণিক বার্তা ডেস্ক

রাষ্ট্রীয় উড়োজাহাজ পরিবহন সংস্থা সাউথ আফ্রিকান এয়ারওয়েজ (এসএএ) বিক্রি করে দিচ্ছে দক্ষিণ আফ্রিকা স্থানীয় জেট-লিজিং সংস্থা বেসরকারি-ইকুইটি ফার্মের কাছে এয়ারলাইনসটির অধিকাংশ শেয়ার বিক্রি করে দিতে সম্মত হয়েছে আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি খবর ব্লুমবার্গ

দেশটির পাবলিক এন্টারপ্রাইজ-বিষয়ক মন্ত্রী প্রভিন গর্ডান জানিয়েছেন, জোহানেসবার্গভিত্তিক গ্লোবাল এয়ারওয়েজের সমন্বিত একটি কনসোর্টিয়াম এবং বেসরকারি ইকুইটি ফার্ম হ্যারিথ জেনারেল পার্টনারর্স এসএএর ৫১ শতাংশ শেয়ারের মালিক হবে কনসোর্টিয়ামটি সম্প্রতি লিফট নামে একটি অভ্যন্তরীণ উড়োজাহাজ পরিবহন সংস্থা উন্মোচন করেছে অন্যদিকে সরকার সংস্থাটির অল্পসংখ্যক অংশীদারিত্ব ধরে রাখবে

লিফটের সহপ্রতিষ্ঠাতা গিডন নভিক হ্যারিথের প্রধান নির্বাহী কর্মকর্তা শেপো মাহলোইলে এক সাক্ষাত্কারে বলেছেন, টাকাটসো নামের গ্রুপটি আগামী তিন বছরে ৩৫০ কোটি র্যান্ড (২৫ কোটি ৮০ লাখ ডলার) বিনিয়োগ করবে

নভিক বলেন, বিদ্যমান যে দায়বদ্ধতা আমরা নিষ্পত্তি করব, তার বাইরে সংস্থার প্রতি সরকারের আর কোনো আর্থিক দায়দায়িত্ব থাকবে না আমরা এখন কিছু নেটওয়ার্ক নিয়ে কাজ করছি এবং কভিডের পর চাহিদার ওপর ভিত্তি করে পর্যায়ক্রমে বিভিন্ন রুটে ফ্লাইট চালু করা হবে

দীর্ঘদিন ধরে চলা দেউলিয়া কার্যক্রম শেষের প্রায় ছয় সপ্তাহ পর এসএএর বিক্রির বিষয়টি ঘোষণা করা হলো দেউলিয়া কার্যক্রমের ফলে সংস্থাটির শ্রমশক্তি ৮০ শতাংশ কমিয়ে দিয়েছে এবং ২৬০ কোটি র্যান্ড ঋণ মওকুফ হয়েছে এখন পরবর্তী চ্যালেঞ্জ হলো আবার আন্তর্জাতিক ফ্লাইট চালু করা তবে কভিডজনিত কারণে দক্ষিণ আফ্রিকা বিশ্বের বিভিন্ন অংশ থেকে বিচ্ছিন্ন থাকায় খুব দ্রুত আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে না বলেই মনে করা হচ্ছে

এসএএস দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকটি রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থার একটি, যা বেশ কয়েক বছর ধরে আর্থিক অব্যবস্থাপনা দুর্নীতির কারণে আর্থিক সংকটে পড়েছিল দুই দশক আগে তত্কালীন একচেটিয়া টেলিকমিউনিকেশন কোম্পানি টেলকম এসএ এসওসি লিমিটেডকে প্রথম রাষ্ট্রীয় সংস্থা হিসেবে বেসরকারীকরণ করা হয়েছিল

মন্ত্রী গর্ডান বলেন, দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো সংস্থাটিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করা আর সরকার উড়োজাহাজ সংস্থাটিকে দেশে থাকা নিশ্চিত করতে ভোটাধিকারের বিশেষ অধিকার ধরে রাখবে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন