অতিরিক্ত সচিব বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ

জবি শিক্ষক সমিতির নিন্দা ও প্রতিবাদ

বণিক বার্তা অনলাইন

জামালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে একজন অতিরিক্ত সচিব (পি আর এল) কে নিয়োগ দেয়ায় নিন্দা প্রতিবাদ জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি

আজ শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক . মো. নূরে আলম আব্দুল্লাহ সাধারণ সম্পাদক শামীমা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোষাধ্যক্ষ পদে শিক্ষকের পরিবর্তে একজন আমলাকে নিয়োগ দেয়ায় শিক্ষক সমাজে ক্ষোভের সঞ্চার করেছে  পদের জন্য প্রথিতযশা শিক্ষাবিদ যোগ্য দাবি করে, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ধরণের সিদ্ধান্ত দেশের বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশকে অস্থিতিশীল করে তুলতে পারে

বিশ্ববিদ্যালয়েরসুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে অবিলম্বে এই নিয়োগাদেশ প্রত্যাহারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন শিক্ষক নেতৃবৃ্ন্দ

উল্লেখ্য, গত মে বুধবার রাষ্ট্রপতির অনুমতিক্রমে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (পি আর এল ভোগরত) মোহাম্মদ আবদুল মাননানকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন