গমের বাম্পার ফলনের আশাবাদ ভারতের

বণিক বার্তা ডেস্ক

টানা পাঁচ বছরের মতো গমের বাম্পার ফলনের দিকে এগোচ্ছে ভারত। অনুকূল আবহাওয়ার কারণে চলতি মৌসুমে বাম্পার ফলন হচ্ছে বলে জানায় গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্ক (গেইন) যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয়ের (ইউএসডিএ) উপাত্তের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে ওয়ার্ল্ড গ্রেইন।

২০২০-২১ মৌসুমে ১০ কোটি ৭০ লাখ টন গম উৎপাদন করতে যাচ্ছে ভারত, যা গত বছরের ১০ কোটি ৭৯ লাখ টনের প্রায় কাছাকাছি।

ইউএসডিএর প্রাক্কলন বলছে, ভারতের স্থানীয় বাজারে গম বিক্রি হবে কোটি ৭০ লাখ টন, যা গত বছরের কোটি ৬৬ লাখ টনের চেয়ে বেশি। স্থানীয় উৎপাদনের ভিত্তিতে ভারতের গম আমদানি রফতানিতে বৈপরীত্য দেখা যায়। স্থানীয় গম উৎপাদন চাঙ্গা থাকায় চলতি মৌসুমে ভারতের গম আমদানি কম হবে বলে পূর্বাভাস ইউএসডিএর।

স্বাভাবিকের চেয়ে ভালো বৃষ্টিপাত হওয়ায় চলতি মৌসুমে চালেরও বাম্পার ফলনের প্রত্যাশা করছে ভারত। চলতি মৌসুমে বৃষ্টিপাত পর্যাপ্ত হওয়ায় সেচ খরচ কমায় কৃষকের আয় বাড়বে বলে পূর্বাভাস গেইনের। চলতি মৌসুমে ১১ কোটি ৮০ লাখ টন চাল উৎপাদন হতে পারে ভারতের।

২০২০ সালের এপ্রিল থেকে নভেম্বরে কভিড-১৯ ত্রাণ তহবিলের আওতায় সরকার কর্তৃক বিনামূল্যে কোটি ২০ লাখ টন চাল সরবরাহ করায় ২০২০-২১ মৌসুমে ভারতের চাল গ্রহণের পরিমণ ১০ কোটি ৩১ লাখ টনে দাঁড়িয়েছে। স্থানীয় বাজারে উদ্বৃত্ত চাল উৎপাদনের কারণে আগামী মৌসুমেও চাল গ্রহণের পরিমাণ বাড়বে। ২০২১-২২ মৌসুমে ১০ কোটি ৪০ লাখ টন চাল গ্রহণ করতে পারে ভারতীয়রা।

ইউএসডিএর মতে, ২০১১ সালে বিশ্বের বৃহত্তম চাল রফতানিকারক দেশে পরিণত হয় ভারত। ২০২১-২২ মৌসুমে কোটি ৪০ লাখ টন চাল রফতানি করতে পারে ভারত।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন