টাঙ্গাইলে কৃষিমন্ত্রী

সাড়ে ৮ কোটি নারীর ক্ষমতায়ন করতে হবে

নিজস্ব প্রতিবেদক

কৃষিমন্ত্রী . মো. আবদুর রাজ্জাক বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশে নারীর ক্ষমতায়নে অনেক অগ্রগতি সাধিত হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী একজন নারী; তিনি ১৭ কোটি মানুষকে অত্যন্ত সফলভাবে নেতৃত্ব দিচ্ছেন। দেশের বিরোধীদলীয় নেত্রী, স্পিকারসহ অনেক শীর্ষপদে নারীরা আজ অধিষ্ঠিত। তবে কয়েকজন নারীর ক্ষমতায়ন হলেই হবে না। ১৭ কোটি মানুষের অর্ধেকপ্রায় সাড়ে আট কোটি নারীর ক্ষমতায়ন করতে হবে।

গতকাল টাঙ্গাইলের ধনবাড়ী সরকারি কলেজে নারীর ক্ষমতায়নে তথ্য প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন কৃষিমন্ত্রী। মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে কর্মসূচির আওতায় ধনবাড়ী উপজেলার চারটি ভেনুতে মোট ৪০০ নারী তথ্যপ্রযুক্তি বিষয়ে দুই মাসব্যাপী প্রশিক্ষণ পাবেন।

মন্ত্রী আরো বলেন, নারীদের শিক্ষিত দক্ষ করে গড়ে তুলতে হবে। সে লক্ষ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রশিক্ষণ কর্মসূচি তারই অংশ।

অনুষ্ঠানের উদ্বোধন করেন মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আওয়ামী লীগের শিক্ষা মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা এবং ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান মো. হারুনার রশীদ হীরা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন