যুক্তরাষ্ট্রে স্যামসাং স্মার্ট টিভিতে আসছে টিকটক অ্যাপ

বণিক বার্তা ডেস্ক

দক্ষিণ কোরীয় কনজিউমার ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাংয়ের নতুন স্মার্ট টেলিভিশনের (টিভিএস) সঙ্গে অন্যান্য দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রেও ফিরে আসছে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। গত বছরের আগস্টে তত্কালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হয় চীনভিত্তিক অ্যাপটি। খবর ম্যাশেবল।

গত মঙ্গলবার এক অনুষ্ঠানে নতুন স্মার্ট টিভির বিভিন্ন ফিচার সম্পর্কে জানায় স্যামসাং। এর আগে বিশ্বব্যাপী টিভির সঙ্গে টিকটকের যাত্রার অংশ হিসেবে গত বছর সীমিত পরিসরে কেবল ইউরোপে সুবিধা চালু করে সংস্থাটি।

স্যামসাংয়ের অন্যান্য স্মার্ট টিভির পাশাপাশি দ্য সেরো লাইফস্টাইল টিভিতে টিকটক অ্যাপ থাকবে বলে জানানো হয়েছে।

স্যামসাংয়ের কাস্টমাইজেবল ফ্রেম টিভিতে রয়েছে নতুন অসংখ্য অপশন। ফ্রেম পিকচারের মতো করেই এর ডিজাইন করা হয়েছে। এতে রয়েছে পাঁচটি বেজেল অপশন।

এটির ইন্টারনাল স্টোরেজ ৫০০ মেগাবাইট (এমবি) থেকে বাড়িয়ে গিগাবাইট (জিবি) করা হয়েছে। টিভির আর্ট গ্যালারি ফিচারে ১২০০টি ফোরকে রেজল্যুশনের ছবি রাখা যাবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন