চলতি বছরে বাড়বে রুপার উত্তোলন

বণিক বার্তা ডেস্ক

চলতি বছরে বিশ্বব্যাপী বাড়তে পারে রুপার উত্তোলন। ধারণা অনুযায়ী, ২০২১ সালে ধাতুটির মোট উত্তোলন . শতাংশ বৃদ্ধি পেয়ে ৯১৮. মিলিয়ন আউন্স স্পর্শ করবে। ২০২৪ সাল নাগাদ তা বিলিয়ন আউন্সে পৌঁছবে। খবর মাইনিং ডট কম। 

বছরের মোট উত্তোলনের অধিকাংশই হবে মেক্সিকো, পেরু চীনের খনিগুলোতে। পূর্বাভাস অনুযায়ী চলতি বছরে দেশ তিনটির মোট উত্তোলন বেড়ে দাঁড়াবে ৩৯৩. মিলিয়ন আউন্সে। যা ২০২৪ সাল নাগাদ ৪৪৩ মিলিয়ন আউন্সে পৌঁছবে।

চলতি বছরের পূর্বাভাস গত বছরের পূর্বাভাসকে নাকচ করে দেয়। গত বছরের আভাস অনুযায়ী বিশ্বব্যাপী রুপার উত্তোলন . শতাংশ কমে ৮৪৯. মিলিয়ন আউন্সে দাঁড়াবে বলা হয়েছিল। বিশেষ করে কভিড-১৯-এর কারণে রুপা উত্তোলনে উল্লেখযোগ্য দেশগুলোতে নিষেধাজ্ঞার কারণে এমনটা বলা হয়েছিল। তাছাড়া আকরিক মজুদের নিম্নহারের কারণেও এমনটা হাতে পারে বলে ধারণা করা হয়েছে। ২০২০ সালের প্রথম নয় মাস রুপার উত্তোলনের ওপর কভিড-১৯-এর যথেষ্ট প্রভাব দেখা গিয়েছিল। এই সময়ে রুপা উত্তোলনে প্রথম ১০টি দেশের আটটিই জানায়, তাদের মোট উত্তোলন আগের চেয়ে ১৩. শতাংশ কমে গেছে। গ্লোবাল ডাটার সহকারী প্রকল্প ব্যবস্থাপক বিনেথ বাজাজ বলেন, ২০২০ সালের মে মাস পর্যন্ত দুই মাস উত্তোলন বন্ধ থাকায় মেক্সিকোতে আনুমানিক . শতাংশ উত্তোলন কমেছিল। রুপা উত্তোলনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পেরু। ২০২০ সালে তাদের উত্তোলন আনুমানিক ১৬ শতাংশ কমেছিল। বছরের প্রথম সাত মাসে তাদের উত্তোলন কমেছিল ২৯. শতাংশ। দেশটির উছুছাছুয়া খনিতে ২০২৯ সালের পরিমাণ অনুযায়ী ২০২০ সালের প্রথম নয় মাসে চার মিলিয়ন আউন্স কম রুপা উত্তোলন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন