ডলারের মান বৃদ্ধিতে জ্বালানি তেলের দামে পতন

বণিক বার্তা ডেস্ক

বন্ডের মূল্য কমাতে ডলারের মান বৃদ্ধিতে গতকাল বৈশ্বিক বাজারে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এদিকে ব্যবসায়ীদের প্রত্যাশা, শিগগিরই জ্বালানি তেলের দাম মহামারীর আগের অবস্থায় ফিরে আসবে। এতে বাজারে জ্বালানি তেলের সরবরাহ চাঙ্গা হবে। খবর রয়টার্স।

শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৭২ সেন্ট বা দশমিক শতাংশ কমে ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ৬২ দশমিক ৮১ ডলারে। বৃহস্পতিবার দাম বাড়ার পরেই হঠাৎ করে শুক্রবারে পতন লক্ষ করা গেছে।

এদিকে এপ্রিলে ডেলিভারি হতে যাওয়া জ্বালানি তেলের ডব্লিউটিআই ক্রুডের মূল্য কমার সঙ্গে সঙ্গে কমেছে ব্রেন্ট ক্রুডের দামও। এর মধ্যেই শুক্রবারে এর দাম ৬৩ সেন্ট বা শূন্য দশমিক শতাংশ কমে ব্যারেলপ্রতি জ্বালানি তেলের দাম দাঁড়িয়েছে ৬৬ দশমিক ২৫ ডলারে। এর আগে বৃহস্পতিবারেও অপরিশোধিত জ্বালানি তেলের দাম ১৬ সেন্ট কমেছিল। 

বন্ড বাজারের বিক্রয় বন্ধ হওয়ায় ডলারের দাম বাড়ছে। ফলে বাড়ছে অলস পণ্যগুলোর দাম। এদিকে ডলারের দাম বাড়ায় অন্য মুদ্রায় জ্বালানি তেল কেনা ব্যবসায়ীদের কাছে তা ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে। ফলে ডলারের অনুপাতে অন্য মুদ্রায় তাদের অতিরিক্ত ব্যয় করতে হচ্ছে। কারণ ডলারের দাম বাড়লেও হয়তো তাদের মুদ্রার মূল্য একই রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন