অপর্যাপ্ত বৃষ্টিতে হুমকিতে আর্জেন্টিনার সয়াবিন-ভুট্টার ফলন

বণিক বার্তা ডেস্ক

গত তিন দশকে এমন ফেব্রুয়ারি আসেনি আর্জেন্টিনার কৃষকদের জীবনে। সাধারণত জানুয়ারি-ফেব্রুয়ারিতে বেশ বৃষ্টি হয় দেশটিতে, যা সয়া ভুট্টা চাষের জন্য খুবই জরুরি। জানুয়ারিতে পর্যাপ্ত বৃষ্টিপাত হলেও ফেব্রুয়ারি শুরু হতেই বৃষ্টির দেখা নেই। অবশ্য বৃষ্টি না পড়লেও তুলনামূলক ঠাণ্ডা রয়েছে আবহাওয়া। দেশটির আবহাওয়া অফিস বলছে, আর্জেন্টিনার ইতিহাসে এটি দ্বিতীয় শুষ্ক ফেব্রুয়ারি। খবর রয়টার্স। সাধারণত নভেম্বরে সয়াবিন ডিসেম্বরে ভুট্টা চাষ শুরু হয়। অক্টোবরেই দেশটিতে বৃষ্টি শুরু হয়। তবে গত ১০ বছরে এবারই বৃষ্টির পরিমাণ ছিল কম। ফলে কমে গেছে জমির আর্দ্রতাও।

গত সপ্তাহে রোজারিও গ্রেইনস এক্সচেঞ্জ এক পূর্বাভাসে জানায়, ২০২০-২১ মৌসুমে সয়াবিন ভুট্টার ফলন হতে পারে যথাক্রমে কোটি ৯০ লাখ কোটি ৮৫ লাখ টন। অবশ্য জানুয়ারির বৃষ্টির কথা মাথায় রেখে সে পূর্বাভাস দেয়া হয়েছিল। ফেব্রুয়ারির স্বল্প বৃষ্টিপাতের কথা মাথায় রেখে বুয়েন্স আয়ার্স গ্রেইনস এক্সচেঞ্জের পূর্বাভাস, উভয় শস্যেরই ফলন হতে পারে কোটি ৬০ লাখ টন।  

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন