কুমিল্লায় অ্যাপসের মাধ্যমে জুয়া খেলার অভিযোগে গ্রেফতার ১

বণিক বার্তা প্রতিনিধি, কুমিল্লা

ক্যাসিনোর আদলে অ্যাপসের মাধ্যমে অনলাইনে জুয়া খেলার অভিযোগে আলমাছ প্রধান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব। সময় তার কাছ থেকে জুয়া খেলার লাখ ৬৫ হাজার টাকা, জুয়া খেলার অ্যাপস-সংবলিত পাঁচটি মোবাইল, একটি লাখ টাকার অলিখিত চেক দুটি এটিএম কার্ড উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোরে কুমিল্লার র‍্যাব-১১, সিপিসি--এর একটি টিম চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার মতলব দক্ষিণ বাজার এলাকায় অভিযান চালিয়ে একাধিক মোবাইল অ্যাপসের মাধ্যমে অনলাইনে ক্যাসিনোর আদলে জুয়া পরিচালনাকারী মূল হোতা আলমাছ প্রধানকে গ্রেফতার করে। তিনি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার হাজী মো. বাদশা প্রধানের ছেলে।

কুমিল্লার র‍্যাব-১১, সিপিসি--এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃত আলমাছ দীর্ঘদিন মোবাইল অ্যাপসের মাধ্যমে অনলাইনে জুয়া পরিচালনা করে একটি সিন্ডিকেটের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিলেন। তার সহযোগীদের আটক করতে অভিযান চালানো হচ্ছে। তার বিরুদ্ধে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানায় মামলা করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন