চীনে অ্যালুমিনিয়াম উৎপাদনে রেকর্ডের বছর ২০২০

বণিক বার্তা ডেস্ক

চীনের অ্যালুমিনিয়াম উৎপাদন খাতে এক দশকের মধ্যে প্রথমবারের মতো মন্দা ভাব দেখা গিয়েছিল ২০১৯ সালে। তবে ২০২০ সালে ঘুরে দাঁড়িয়েছে খাত। দেশটিতে শিল্প ধাতুটির উৎপাদন আগের বছরের তুলনায় প্রায় শতাংশ বেড়েছে। চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের (এনবিএস) সাম্প্রতিক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। খবর সিনহুয়া মাইনিংডটকম।

অ্যালুমিনিয়াম উৎপাদনকারী দেশগুলোর বৈশ্বিক তালিকায় চীন শীর্ষে রয়েছে। এনবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, বিদায়ী ২০২০ সালে চীনে সব মিলিয়ে কোটি ৭০ লাখ ৮০ হাজার টন অ্যালুমিনিয়াম উৎপাদন হয়েছে। এক বছরের ব্যবধানে দেশটিতে শিল্প ধাতুটির উৎপাদন বেড়েছে দশমিক শতাংশ।

চীনের ইতিহাসে এটাই সবচেয়ে বেশি অ্যালুমিনিয়াম উৎপাদনের রেকর্ড। এর আগে ২০১৮ সালে দেশটিতে শিল্প ধাতুটির বার্ষিক উৎপাদন সর্বোচ্চে উঠেছিল। এনবিএসের হিসাব অনুযায়ী, ওই বছর দেশটিতে সব মিলিয়ে কোটি ৫৮ লাখ হাজার টন অ্যালুমিনিয়াম উৎপাদন হয়েছিল।

এদিকে মাসভিত্তিক হিসাবে সর্বশেষ ডিসেম্বরে চীনে সব মিলিয়ে ৩২ লাখ ৭০ হাজার টন অ্যালুমিনিয়াম উৎপাদন হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে এনবিএস, যা আগের মাসের তুলনায় দশমিক শতাংশ বেশি। গত নভেম্বরে দেশটিতে মোট ৩১ লাখ ৮২ হাজার টন অ্যালুমিনিয়াম উৎপাদন হয়েছিল।

ডিসেম্বরে চীনে এক মাসে সবচেয়ে বেশি অ্যালুমিনিয়াম উৎপাদন হয়েছে। এর আগে অক্টোবরে দেশটিতে ৩২ লাখ টন অ্যালুমিনিয়াম উৎপাদন হয়েছিল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন