ই-কমার্সে বিপণনের সুযোগ ও চ্যালেঞ্জ শীর্ষক কর্মশালা

নারী উদ্যোক্তাদের জন্য -কমার্স: করোনাকালে দেশে-বিদেশে বিপণনের সুযোগ চ্যালেঞ্জ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জয়িতা ফাউন্ডেশনে অনুষ্ঠিত হয়।

-কমার্স বিষয়ক প্রশিক্ষণে এফবিসিসিআইয়ের পরিচালক -কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (-ক্যাব) প্রেসিডেন্ট শমী কায়সার করোনাকালে দেশে-বিদেশে -কমার্সের মাধ্যমে বিপণনের সুযোগ সম্ভাবনা সম্পর্কে, -কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট মো. সাহাব উদ্দীন অনলাইন ব্যবসার প্রসার সমস্যা সম্পর্কে এবং বেসিসের সাবেক পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেল -কমার্সের প্লাটফর্মে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা বিপণনের চ্যালেঞ্জ সম্পর্কে আলোচনা করেন।

জয়িতা টাওয়ার নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শহীদুল ইসলামের (যুগ্ম সচিব) সভাপতিত্বে অনুষ্ঠিত -কমার্স বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কাজী রওশন আক্তার, জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান, তথ্য আপা প্রকল্পের প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব মীনা পারভীন, অতিরিক্ত সচিব আব্দুর রউফ -কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট শমী কায়সার বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন