চট্টগ্রামের সংসদ সদস্য এবিএম ফজলে করিম করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য এবং রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।

করোনা সংক্রমণের উপসর্গ দেখা দেয়ায় সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে নমুনা দেন তিনি। পরে সন্ধ্যায় পাওয়া নমুনা পরীক্ষার ফলাফলে তার করোনাভাইরাস ‘পজিটিভ’ আসে। করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী সুমন দে।

তিনি বলেন, এমপি স্যার শারীরিকভাবে সুস্থ আছেন। তার সামান্য সর্দি ছিল। সোমবার সকালে নমুনা পরীক্ষার জন্য দিয়েছিলেন। সন্ধ্যায় পাওয়া রিপোর্টে তার পজিটিভি আসে। তিনি এখন তার শহরের বাসায় আইসোলেশনে রয়েছেন।

উল্লেখ্য, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও অসহায়দের মধ্যে খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন