জিকে শামীমের প্রতিষ্ঠানের ৬ পরিচালকের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

নিজস্ব প্রতিবেদক

অবৈধ ক্যাসিনো সংশ্লিষ্টতার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগে সিলভান ওয়াই রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন মন্টুসহ ৬ পরিচালকের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার (১০ আগস্ট) দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন তাদের সম্পদ বিবরণী জমা দিতে নোটিশ দিয়েছেন বলে দুদক সূত্র জানিয়েছে।

জসিম উদ্দিন মন্টু ছাড়াও যাদের সম্পদ বিবরণী জমা দিতে নোটিশ পাঠানো হয়েছে তারা হলেন-  একই প্রতিষ্ঠানের পরিচালক জামিল উদ্দিন শুভ, জাওয়াদ উদ্দীন আবরার, জিয়া উদ্দীন আবির, মিনারুল আলম চাকলাদার, ফজলুল করিম চৌধুরী স্বপন এবং পরিচালক এসএইচ মোহাম্মদ মোহসীন। 

সিলভান ওয়াই রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড প্রতিষ্ঠানটি ক্যাসিনো কেলেঙ্কারিতে আলোচিত জিকে শামীমের মালিকানাধীন প্রতিষ্ঠান।

দুদকের পাঠানো নোটিশে তাদের এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের স্বনামে ও বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী নির্ধারিত ছকে জমা দিতে বলা হয়েছে। আদেশ পাওয়ার ২১ কর্মদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন