মন্দায় পড়েছে ইইউর কাঠবাদাম উৎপাদন

বণিক বার্তা ডেস্ক

টানা পাঁচ বছরের চাঙ্গা ভাব বজায় থাকার পর মন্দার মুখে পড়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোয় কাঠবাদাম উৎপাদন। গত বছর এসব দেশে পণ্যটির সম্মিলিত উৎপাদন আগের বছরের তুলনায় শতাংশের বেশি কমেছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের সাম্প্রতিক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। খবর এগ্রিমানি বিজনেস রেকর্ডার।

কাঠবাদাম উৎপাদনকারীদের শীর্ষ তালিকায় ইইউভুক্ত দেশগুলোর সম্মিলিত অবস্থান বিশ্বে দ্বিতীয়। ইউএসডিএর প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর ইইউভুক্ত দেশগুলোয় সব মিলিয়ে লাখ ২১ হাজার টন কাঠবাদাম উৎপাদন হয়েছে, যা আগের বছরের তুলনায় দশমিক ২৬ শতাংশ কম। ২০১৩ সালের পর এবারই প্রথম ইইউভুক্ত দেশগুলোয় কাঠবাদাম উৎপাদনে মন্দা ভাব দেখা গেছে।

ইইউভুক্ত দেশগুলোর ইতিহাসে ২০১৮ সালে সবচেয়ে বেশি কাঠবাদাম উৎপাদনের রেকর্ড হয়েছিল। ওই বছর এসব দেশ সম্মিলিতভাবে লাখ ২৩ হাজার টন কাঠবাদাম উৎপাদন করেছিল বলে প্রতিবেদনে জানিয়েছে প্রতিষ্ঠানটি, যা আগের বছরের তুলনায় ১৩ দশমিক শূন্য শতাংশ বেশি। আর ২০১৭ সালে ইইউভুক্ত ২৭ দেশে মোট লাখ হাজার ৫০০ টন কাঠবাদাম উৎপাদন হয়েছিল। তবে আবহাওয়া অনুকূল থাকায় চলতি বছর এসব দেশে কাঠবাদাম উৎপাদনে ফের চাঙ্গা ভাব ফিরে আসতে পারে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন