ভুট্টা আমদানি ১৯% কমিয়েছে ইইউ

বণিক বার্তা ডেস্ক

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) গত ৩০ জুন শেষ হয়েছে কৃষিপণ্যের ২০১৯-২০ বিপণন বর্ষ। সদ্য শেষ হওয়া বিপণন বর্ষে আন্তর্জাতিক বাজার থেকে মোট কোটি ৯৫ লাখ ২০ হাজার টন ভুট্টা আমদানি করেছে জোটটি, আগের বিপণন বর্ষের তুলনায় যা ১৯ শতাংশ কম। ইইউ ক্রপ অবজারভেটরি সম্প্রতি তথ্য জানিয়েছে। খবর এসঅ্যান্ডপি গ্লোবাল প্লাটস।

এর আগে মার্কিন কৃষি বিভাগের (ইউএসডি) ফরেন এগ্রিকালচারাল সার্ভিস প্রাক্কলন করেছিল ২০১৯-২০ বিপণন বর্ষে ইইউ সব মিলিয়ে কোটি ১৫ লাখ টন ভুট্টা আমদানি করতে পারে। অন্যদিকে এসঅ্যান্ডপি গ্লোবাল প্লাটসের প্রাক্কলনে এর পরিমাণ কোটি ৮ লাখ টন ধরা হয়েছিল। অর্থাৎ প্রত্যাশার তুলনায় ইইউ কৃষিপণ্যটির আমদানি উল্লেখযোগ্য হারে কমিয়েছে।

মূলত নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিপণন বর্ষের শেষের কয়েক মাস পণ্যটির আমদানি কমে যায়। এছাড়া পণ্যটির আমদানিতে বাড়তি শুল্ক আরোপের ঘটনা সামগ্রিকভাবে আমদানি কমাতে প্রভাবক হিসেবে কাজ করেছে।

ইইউভুক্ত দেশুলোর মধ্যে ২০১৯-২০ বিপণন বর্ষে সবচেয়ে বেশি ভুট্টা আমদানি করেছে স্পেন। দেশটি সময়ে সব মিলিয়ে ৬৮ লাখ ৭০ হাজার টন ভুট্টা ক্রয় করেছে। কৃষিপণ্যটির আমদানিতে দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে নেদারল্যান্ডস। সময় নেদারল্যান্ডস আন্তর্জাতিক বাজার থেকে মোট ৪০ লাখ ৭৬ হাজার টন ভুট্টা আমদানি করেছে। পণ্যটির অন্যতম শীর্ষ আমদানিকারক দেশগুলোর মধ্যে রয়েছে যথাক্রমে পর্তুগাল, যুক্তরাজ্য, ইতালি, আয়ারল্যান্ড ডেনমার্ক। এর মধ্যে যুক্তরাজ্য বর্তমানে ইইউ ট্রেডিং ব্লকের সদস্য রাষ্ট্র নয়, তবে ইইউ ক্রপ অবজারভেটরি প্রকাশিত তথ্যে দেশটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কারণ পূর্ণাঙ্গ স্থানান্তরের শেষ সময় পর্যন্ত দেশটি ইইউ কাস্টমস ইউনিয়নের অংশ থাকবে।

বিদায়ী অর্থবছরের ইইউতে ভুট্টা সরবরাহে শীর্ষ দেশের তালিকায় রয়েছে ইউক্রেন। এরপর যথাক্রমে ব্রাজিল, সাইবেরিয়া, মলদোভা আর্জেন্টিনার অবস্থান রয়েছে। এদিকে ২০১৯-২০ বিপণন বর্ষে ইউক্রেন থেকে জোটটি ভুট্টা আমদানি বাড়লেও আগের বর্ষের তুলনায় কমেছে। সময় ইউক্রেন থেকে মোট কোটি ২১ লাখ ৩০ হাজার টন ভুট্টা আমদানি করেছে ইইউ, এক বছর আগের তুলনায় যা ২২ দশমিক শতাংশ কম। অন্যদিকে ব্রাজিল থেকে পণ্যটির আমদানি ১৮ দশমিক শতাংশ বেড়ে ৪৭ লাখ ৬০ হাজার টনে দাঁড়িয়েছে।

অন্যদিকে আমদানি কমলেও সময়ে ইইউ থেকে ভুট্টা রফতানি ব্যাপক হারে বেড়েছে। ২০১৯-২০ বিপণন বর্ষে ব্লকটি সব মিলিয়ে ৪৯ লাখ ৪০ হাজার টন ভুট্টা রফতানি করেছে, আগের বিপণন বর্ষের তুলনায় যা ৬৩ শতাংশ বেশি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন