বিদায় নিলেন এফআরসির চেয়ারম্যান সিকিউকে মুসতাক আহমদ

নিজস্ব প্রতিবেদক

তিন বছর দায়িত্ব পালন শেষে গতকাল বিদায় নিয়েছেন ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান সিকিউকে মুসতাক আহমদ। গতকাল ডিজিটাল মাধ্যমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কাউন্সিল সদস্য ও এফআরসির  কর্মকর্তারা তাকে বিদায় জানান।

এফআরসি গঠন হওয়ার সংস্থাটির প্রথম চেয়ারম্যান হিসেবে ২০১৭ সালের ৬ জুলাই নিয়োগ পান সরকারের সাবেক সিনিয়র সচিব সিকিউকে মুসতাক আহমেদ। যোগদানের তারিখ থেকে পরবর্তী ৪ বছর কিংবা ৬৫ বছর বয়স পর্যন্ত সংস্থাটির চেয়ারম্যানের দায়িত্ব পান তিনি। অবশ্য ৬৫ বছর পূর্ণ হওয়ার কারণে তিন বছর দায়িত্ব পালন শেষেই বিদায় নিয়েছেন তিনি।

সিকিউকে মুসতাক আহমদ ১৯৫৫ সালে সিলেটে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন তিনি। ১৯৮১ সালে বিসিএস প্রশাসন ক্যাডারে যোগ দেন তিনি। দীর্ঘ কর্মজীবনে সরকারের বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পর ২০১৫ সালে অবসর গ্রহণ করেন। অবসর-পরবর্তী সময়ে পরামর্শক বা স্বতন্ত্র পরিচালক হিসেবে একাধিক বিদেশি প্রতিষ্ঠান ও বহুজাতিক কোম্পানির সঙ্গে কাজ করেছেন তিনি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন