সিঙ্গাপুরে ট্রেসিং ডিভাইস বিতরণ

বণিক বার্তা ডেস্ক

নভেল করোনাভাইরাসের বিস্তার রোধের জন্য ব্লুটুথবাহী কন্ট্যাক্ট ট্রেসিং ডিভাইস সরবরাহ শুরু করেছে সিঙ্গাপুর সরকার  কন্টাক্ট ট্রেসিংয়ের জন্য সরকারের স্মার্টফোন অ্যাপের পাশাপাশি এবার ট্রেস টুগেদার কর্মসূচি হাতে নিয়েছে সিঙ্গাপুর কিছু মানুষের মোবাইল ফোন নেই কিংবা এটি ব্যবহার করতে পছন্দও করে না ট্রেস টুগেদার কর্মসূচিতে এসব মানুষই লক্ষ্য সরকারের এতে ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টি নিশ্চিত করা হবে

প্রথম ব্যাচের ট্রেসিং ডিভাইস দেয়া হয়েছে অরক্ষিত বয়স্ক মানুষদের, যারা পরিবারের সাহায্য পান না কিংবা পেলেও তা সামান্য অথবা চলাফেরা করতে সমস্যা হয়

যন্ত্রটিতে একটি কিউআর কোড বসানো রয়েছে এবং নয় মাসের আয়ুসম্পন্ন ব্যাটিং লাগানো রয়েছে বলে চার্জও দিতে হবে না

পার্শ্ববর্তী অন্য কোনো ট্রেস টুগেদার ডিভাইস কিংবা কোনো স্মার্টফোনে ট্রেস টুগেদার মোবাইল অ্যাপ সচল থাকলে তার সঙ্গে ব্লুটুথ সিগন্যাল বিনিময় করার মাধ্যমে কাজ করবে নতুন নির্মিত এই ডিভাইস এটি বহনকারী ব্যক্তি কোনো সংক্রমিত ব্যক্তির কাছাকাছি গেলে সিগন্যাল পেয়ে দ্রুত ওই ব্যক্তিকে সতর্ক করবেন যোগাযোগ অনুসরণকারী অফিসার কর্তৃপক্ষ যখন দেখবে ওই ব্যক্তি কভিড-১৯ রোগে সংক্রমিত হয়েছে তখন ডিভাইসটি থেকে তথ্য ডাউনলোড করা হবে

কর্তৃপক্ষ এখানে ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গের সুযোগ দেখছে না সরকার বলছে, সংগৃহীত তথ্যকে কোডে রূপান্তর করে ফেলা হবে এবং ডিভাইসটির মধ্যে সর্বোচ্চ ২৫ দিন রাখা হবে

সিঙ্গাপুরভিত্তিক ইলেকট্রনিক কোম্পানি পিসিই তৈরি করেছে এই ডিভাইস, যার মূল্য পড়ছে ২০ সিঙ্গাপুরিয়ান ডলার

বিবিসি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন