করোনায় ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা খোরশেদ আলম মৃত্যুবরণ করেছেন। 

বিসিএস (কাস্টমস অ্যান্ড ভ্যাট) অ্যাসোসিয়েশনের মহাসচিব এবং ভ্যাট, নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মুসফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

খোঁজ নিয়ে জানা গেছে, আজ শনিবার (১৩ জুন) সকালে রাজধানীর উত্তরার ইস্ট ওয়েস্ট হসপিটালে মারা গেছেন এই কর্মকর্তা। সম্প্রতি তিনি অসুস্থ হয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এদিকে গত ৩ জুন করোনা আক্রান্ত হয়ে জসিম উদ্দিন মজুমদার নামে এক রাজস্ব কর্মকর্তা মারা গেছেন। তিনি চট্টগ্রাম কাস্টম হাউসে কর্মরত ছিলেন। 

এছাড়া জসীম উদ্দিন মজুমদার ও খোরশেদ আলমের মৃত্যুর আগে করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রাম বন্দর জেটির তিন কর্মচারী মারা গেছেন।

অন্যদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কাস্টম হাউজ ও চট্টগ্রাম বন্দরের ৩৫ কর্মকর্তা ও কর্মচারী। যাদের মধ্যে ২১ জন বন্দরের এবং ১৪ জন কাস্টমসের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারী।

এনবিআর সূত্রে জানা গেছে, কভিড-১৯-এর উপসর্গ নিয়ে হোম কোয়ারেন্টিনে আছেন আরও অন্তত ৫০ জনের বেশি কর্মকর্তা-কর্মচারী।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন