পোশাক শিল্পের কাঁচামালে গোডাউনের ডেমারেজ চার্জ মওকুফ

নিজস্ব প্রতিবেদক

নভেল করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে যানবাহন চলাচল বন্ধ থাকায় হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে আটকে আছে আমদানিকৃত তৈরি পোশাক শিল্পের কাঁচামাল। এ অবস্থায় বিমানবন্দরে বিমান বাংলাদেশের গোডাউনে পোশাক শিল্পের কাঁচামালের গোডাউনে ডেমারেজ চার্জ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। 

গতকাল মঙ্গলবার  (২৮ এপ্রিল) এ সিদ্ধান্ত হয়। এ সংক্রান্ত এক আদেশে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে গত ২৬ মার্চ থেকে ৫ মে পর্যন্ত সরকারি সিদ্ধান্ত অনুযায়ী লকডাউন চলমান আছে। এ কারণে অনেক পোশাক শিল্প প্রতিষ্ঠান বন্ধ। ২৬ মার্চ থেকে লকডাউন চলাকালীন আমদানিকৃত এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়্যার হাউজে রক্ষিত তৈরি পোশাক শিল্পের কাঁচামালের ফ্রি টাইম পরবর্তী ডেমারেজ চার্জ মওকুফের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুরোধ করা হয়েছিল। এই আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার লকডাউন চলাকালীন আমদানিকৃত বিমানের ওয়্যার হাউসে রক্ষিত ডেলিভারির জন্য অপেক্ষমাণ তৈরি পোশাক শিল্পের কাঁচামালের ফ্রি টাইম পরবর্তী ডেমারেজ চার্জ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন