অর্থনৈতিক সংকট গভীরতর হচ্ছে: ফেড

বণিক বার্তা ডেস্ক

নভেল করোনাভাইরাসের সংক্রমণে স্থবির মার্কিন অর্থনীতি আরো গভীর সংকটের দিকে ধাবিত হচ্ছে বলে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) স্থানীয় সময় বুধবার ব্যাংকটির এক প্রতিবেদনে বলা হয়, ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নেয়া লকডাউনসহ বিভিন্ন পদক্ষেপ দেশের অর্থনৈতিক কার্যক্রমকে মারাত্মকভাবে সংকুচিত করেছে। অবস্থায় আগামী কয়েক মাসে পরিস্থিতি আরো খারাপ হতে যাচ্ছে। খবর এএফপি।

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে যুক্তরাষ্ট্রের খুচরা বিক্রি ম্যানফ্যাকচারিং খাতে আশঙ্কাজনক মাত্রায় সংকোচন দেখা দিয়েছে। গত কয়েক দশকের মধ্যে এমন সংকোচন আর কখনো দেখা যায়নি। অথচ বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক দেশটির জন্য দুটি খাতই বেশ গুরুত্বপূর্ণ।

এরই মধ্যে মধ্য মার্চের পর থেকে যুক্তরাষ্ট্রের প্রায় কোটি ৭০ লাখ মানুষ তাদের চাকরি হারিয়েছে। অন্যদিকে ফেড সুদহার কমিয়ে শূন্যে নামিয়ে এনেছে। একই সঙ্গে আর্থিক বাজারে ছাড়া হয়েছে ট্রিলিয়ন ডলার নগদ অর্থ। এর পরও আগামী কয়েক মাসে আরো বহু মানুষ চাকরি হারাতে যাচ্ছে বলে শঙ্কা প্রকাশ করেছে ফেড।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন