ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে যাতায়াতে সংক্রমণ ছড়িয়েছে ৪ জেলায়

বণিক বার্তা অনলাইন

নভেল করোনাভাইরাস সংক্রমণের হটস্পট এখন ঢাকা ও নারায়ণগঞ্জ। এই দুই স্থান থেকে মানুষের যাতায়াতের কারণে অন্তত চারটি জেলায় এ ভাইরাস সংক্রমণ ছড়িয়েছে।

আজ রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। 

বুলেটিনের সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে যাতায়াতের কারণে গত এক সপ্তাহে দেশের চারটি জেলায় করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে। তাছাড়া আক্রান্তের ৫০ শতাংশই ঢাকা সিটির।

এদিকে দেশে টানা দুই দিন কমার পর করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত রোগীর সংখ্যায় গত ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমান বেড়ে ১৩৯ জন হয়েছে। এছাড়াও ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরো চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ৬২১ জন করোনারোগী শনাক্ত হলো। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৪ জনে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন