মুখ লুকিয়ে থাকা সঙ্কটাপন্ন মধ্যবিত্তের পাশে সিএমপি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় নিয়মিত কার্যক্রমে সরকারের নিয়ন্ত্রণ আরোপের কারণে সাধারণ মানুষের অর্থিক সক্ষমতা এবং উপার্জন কমে গেছে। এতে অনেকে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। বিভিন্ন এলাকায় ত্রাণের ব্যবস্থা থাকলেও লোকলজ্জার কারণে অনেকে সহায়তা নিতে বাইরে আসছেন না। এ ধরনের পরিবারগুলোর কথা চিন্তা করে বিশেষ ব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সিএমপি সূত্রে জানা গেছে, পুলিশের হটলাইন নম্বর বা সংশ্লিষ্ট জোনের ঊর্ধ্বতন কর্মকর্তা বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) মোবাইল নম্বরে কল করলে বা এসএমএসের মাধ্যমে জানালে ওই পরিবারের কাছে খাদ্য সামগ্রী নিয়ে পৌঁছে দেয়া হবে। পুরো প্রক্রিয়াটিতে গোপনীয়তা রক্ষা করা হবে। এ ব্যাপারে  সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান মহানগরের চার জোনের উপ-কমিশনার (ডিসি) ও থানার ওসিদের নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।

সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, পুলিশ সদস্যরা হতদরিদ্র, দিনমজুর ও অসহায় পরিবারের কাছে খাদ্য সামগ্রী বিতরণ করছে। তাদের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে। কিন্তু যারা মধ্যবিত্ত পরিবারে আছেন, সামাজিক মর্যাদার কারণে তাদের অভাবের বিষয়ে কাউকে বলতে চান না। আমরা সিদ্ধান্ত নিয়েছি, তাদের পাশে দাঁড়াবো। জোনের ঊর্ধ্বতন কর্মকর্তা বা থানার ওসিদের মোবাইল ফোনে জানালে পুলিশ সদস্যরা খাদ্য সামগ্রী নিয়ে ওই ব্যক্তির কাছে পৌঁছে দেবেন। পুরো প্রক্রিয়াটিতে গোপনীয়তা বজায় রেখে করা হবে। 

সিএমপির হটলাইন নম্বর: ০১৪০০-৪০০৪০০, ০১৮৮০-৮০৮০৮০। উত্তর বিভাগ: চান্দগাঁও থানা- ০১৭৬৯-৬৯৫৬৬৯, পাঁচলাইশ থানা- ০১৭৬৯-৬৯৫৬৭০, বায়েজিদ বোস্তামী থানা- ০১৭৬৯-৬৯৫৬৬৮, খুলশী থানা- ০১৭৬৯-৬৯৫৬৬৬। দক্ষিণ বিভাগ: কোতোয়ালী থানা- ০১৭৬৯-৬৯৫৬৬৫, বাকলিয়া থানা- ০১৭৬৯-৬৯৫৬৬৭, চকবাজার থানা- ০১৭৬৯-৬৯৫৬৭৯, সদরঘাট থানা- ০১৭৬৯-৬৯৫৬৮০। পশ্চিম বিভাগ: ডবলমুরিং থানা- ০১৭৬৯-৬৯৫৬৭১, হালিশহর থানা- ০১৭৬৯-৬৯৫৬৭৩, পাহাড়তলী থানা- ০১৭৬৯-৬৯৫৬৭২, আকবরশাহ থানা- ০১৭৬৯-৬৯৫৬৭৮। বন্দর বিভাগ: বন্দর থানা- ০১৭৬৯-০৫৮১৪৯, ০১৭৬৯-৬৯৫৬৭৪, ইপিজেড থানা- ০১৭৬৯-৬৯১১০৬, ০১৭৬৯-৬৯৫৬৭৭, পতেঙ্গা থানা- ০১৭৬৯-০৫৮১৫০, ০১৭৬৯-৬৯৫৬৭৫, কর্ণফুলী থানা- ০১৭৬৯-০৫৮১৫১, ০১৭৬৯-৬৯৫৬৭৬।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন