ইতিহাসের সবচেয়ে উত্তপ্ত জানুয়ারি কাটাল বিশ্ববাসী

বৈশ্বিক তাপমাত্রা ক্রমেই বাড়ছে জলবায়ু পরিবর্তনের লাগাম টানতে নানামুখী উদ্যোগ থাকা সত্ত্বেও উত্তপ্ত হয়ে উঠছে পৃথিবী ধারাবাহিকতায় ইতিহাসের সবচেয়ে উত্তপ্ত জানুয়ারি মাস কাটিয়েছে বিশ্ববাসী

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন ১৪১ বছর ধরে বৈশ্বিক তাপমাত্রার রেকর্ড সংগ্রহ করছে সংস্থাটি জানিয়েছে, চলতি বছরের জানুয়ারিতে বৈশ্বিক গড় তাপমাত্রা গত শতকের গড় তাপমাত্রার তুলনায় দশমিক ১৩ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল

সংস্থাটির রেকর্ড অনুযায়ী, বিশ্বের বুকে এত উত্তপ্ত জানুয়ারি মাস আর কখনই আসেনি এর আগে বিশ্ববাসী ইতিহাসের সবচেয়ে উত্তপ্ত জানুয়ারি মাসের দেখা পেয়েছিল ২০১৬ সালে আর যুক্তরাষ্ট্রের ইতিহাসে এবার ছিল পঞ্চম উত্তপ্ত জানুয়ারি

গত মাসে ইউরোপের দেশগুলোয় সবচেয়ে বেশি গরম অনুভূত হয়েছে এছাড়া দক্ষিণ আমেরিকা, এশিয়ার মধ্যাঞ্চল, স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোয় তাপমাত্রা অনেকটাই বেশি ছিল স্বাভাবিকের তুলনায় বাড়তি তাপমাত্রা দেখা গেছে আটলান্টিক, প্রশান্ত ভারত মহাসাগরীয় অঞ্চলে

এক দশক ধরে বৈশ্বিক উষ্ণায়ন যেন একের পর এক রেকর্ড ভাঙছে ধারাবাহিকতায় গত বছর বিশ্বের গড় তাপমাত্রা অনেকটাই বেড়ে যায় ধারাবাহিকতায় ২০১৯ সালকে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উত্তপ্ত বছর হিসেবে ঘোষণা দেয়া হয়েছে

 

ভয়েস অব আমেরিকা অবলম্বনে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন