মাতারবাড়ী বন্দর হবে দ্বিতীয় সিঙ্গাপুর —নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

বণিক বার্তা প্রতিনিধি দিনাজপুর

গভীর সমুদ্রবন্দর নির্মিত হলে মহেশখালীর মাতারবাড়ী দ্বিতীয় সিঙ্গাপুর সিটি হিসেবে গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। গতকাল দিনাজপুরের বিরলে আজিমপুর ইউনিয়নে শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ২০২৪ সালের মধ্যে গভীর সমুদ্রবন্দর নির্মাণের কাজ শেষ হবে। ২০৪১ সালের মধ্যে ছোট্ট এ দ্বীপে সিঙ্গাপুরের আদলে একটি শহর গড়ে উঠবে।

দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হরেন্দ্র নাথ বর্মণের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর, উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু প্রমুখ।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, নোয়াখালীর স্বর্ণদ্বীপেও সিঙ্গাপুরের আদলে আরেকটি শহর গড়ে উঠবে। মুজিব বর্ষ হচ্ছে দেশকে আলোকিত করার বছর। ঘরে ঘরে বিদ্যুৎ দেয়ার যে প্রকল্প সরকার নিয়েছিল, সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছিল বিএনপি।

প্রতিমন্ত্রী বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও দেশের উন্নয়ন থেমে থাকেনি। ২০৪১ সালের মধ্যে সব বৈদ্যুতিক তার মাটির নিচ দিয়ে যাবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন