যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনি নিহত ১

বণিক বার্তা প্রতিনিধি যশোর

যশোরের ঝিকরগাছা উপজেলায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ইলিয়াস (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো একজন। গতকাল ভোরে উপজেলার চন্দ্রপুর গ্রাম থেকে হতাহতদের উদ্ধার করে পুলিশ।

নিহত ইলিয়াস হোসেন ঝিকরগাছার কৃষ্ণপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে আহত আব্দুল (৩০) একই উপজেলার মল্লিকপুরের কালু মিয়ার ছেলে।

পুলিশ জানিয়েছে, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ঝিকরগাছার চন্দ্রপুর গ্রামের ইনসান আলীর গোয়ালের তিনটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিলেন ইলিয়াস আব্দুল। তারা স্থানীয় দোস্তপুর প্রাথমিক স্কুলমাঠ দিয়ে যাওয়ার সময় স্কুলসংলগ্ন একটি বাড়িতে রাত জেগে পড়ালেখারত এক ছাত্র তাদের দেখতে পায়। সে চিত্কার দিলে গ্রামবাসী সংগঠিত হয়ে তাদের ধাওয়া করে ধরে ফেলেন। সময় গ্রামবাসী তাদের গণপিটুনি দিয়ে স্কুলমাঠে ফেলে রাখে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতির পর তাদের যশোর জেনারেল হাসপাতালে আনা হলে সকালে ইলিয়াস মারা যান। আহত আব্দুল চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরো জানান, আহত আব্দুলের নামে ঝিকরগাছা থানায় এর আগেও একটি গরু চুরি মামলা রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন