অস্ত্রধারীর গুলিতে সোলেইমানির আরেক ঘনিষ্ঠ কমান্ডার নিহত

দুই বন্দুকধারীর গুলিতে ইরানের অভিজাত ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অন্যতম শীর্ষ কমান্ডার আবদুল হোসেইন মোজাদ্দামি নিহত হয়েছেন। তিনি গেল ৩ জানুয়ারি মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানের অভিজাত কুদ্স ফোর্সের কমান্ডার কাসেম সোলেইমানির ঘনিষ্ট সহচর হিসেবে পরিচিত ছিলেন। 

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, গতকাল বুধবার ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খুজেস্তানের দারখোভিন নামক শহরে নিজ বাড়ির সামনে মাথায় গুলি করে মোজাদ্দামিকে হত্যা করে অজ্ঞাত দুই বন্দুকধারী।

মোজাদ্দামি আইআরজিসির পাঁচটি ফোর্সের মধ্যে প্যারামিলিটারি বাসিজ ফোর্সের কমান্ডার ছিলেন। মূলত স্বেচ্ছাসেবকদের নিয়ে গড়া এই ফোর্সটি ইরানের সরকারবিরোধী আন্দোলন দমাতে ব্যবহার করা হয়। 

ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরএনএ’র (ইরনা) বরাত দিয়ে খবরে আরো বলা হচ্ছে, ওই দুই অস্ত্রধারী মুখোশ পরে একটি মোটরসাইকেল যোগে এসে মোজাদ্দামিকে তার বাড়ির সামনে গুলি করে পালিয়ে যান। মাথায় গুলি লাগার কারণে ঘটনাস্থলেই মারা যান ইরানের এই সেনা কর্মকর্তা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন