আবরার হত্যা মামলার চার্জ গঠনের শুনানি ৩০ জানুয়ারি

আদালত প্রতিবেদক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় চার্জ গঠনের শুনানি ৩০ জানুয়ারি ধার্য করেছেন আদালত। গতকাল ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ আদেশ দেন। এর আগে চার্জশিট আমলে নেয়ার শুনানির জন্য বেলা ১১টার দিকে আসামিদের আদালতে হাজির করা হয়।

শুনানিকালে আসামিপক্ষে আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান, আমিনুল গণি টিটো, নজরুল ইসলাম, মঞ্জুরুল আলম প্রিয়লাল সাহা চার্জশিটে পরিকল্পিত হত্যার অভিযোগে দণ্ডবিধির ৩০২ ধারার পরিবর্তে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগে দণ্ডবিধির ৩০৪ ধারায় আমলে নেয়ার আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে ৩০২ ধারায় চার্জশিট আমলে নেয়ার আবেদন করেন।

শুনানি শেষে আদালত ৩০২ ধারায় আমলে নিয়ে আসামিদের আবেদন নামঞ্জুর করে বলেন, আপনারা আদেশে সংক্ষুব্ধ হলে উচ্চ আদালতে যেতে পারেন।

এরপর আসামি জেমি, আকাশ, অমিত সাহা, রাসেল, মোর্শেদ, রবিন, সকাল মুন্নার পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করেন; যা আদালত পরবর্তী ধার্য তারিখে শুনানি হবে বলে নথিভুক্ত করেন। এছাড়া আসামি তানভীর অনিক সরকারের পক্ষে আইনজীবী স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের অনুমতির আবেদন করলে তা আদালত ফিরিয়ে দিয়ে পরবর্তী তারিখে দেয়ার জন্য বলেন।

এদিকে মামলাটি আগামী ধার্য তারিখের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর গেজেট হতে পারে বলে জানা গেছে।

এর আগে গত ১৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মো. ওয়াহিদুজ্জামান আদালতে চার্জশিট দাখিল করেন।

উল্লেখ্য, গত অক্টোবর বুয়েটের তড়িৎ ইলেকট্রনিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেন ছাত্রলীগের একদল নেতাকর্মী। ঘটনার পর গত অক্টোবর নিহতের বাবা বরকত উল্লাহ ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন